শার্শায় ইসলামী আন্দোলনের নেতার উপর সন্ত্রাসী হামলা
- আপডেট সময় : ০৩:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
শার্শায় ইসলামী আন্দোলনের নেতার উপর সন্ত্রাসী হামলা
আব্দুল্লাহ আল মামুন যশোর
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা কামারুজ্জামানকে বাউলিয়া বাজারে ১৯ অক্টোবর রাত আটটার দিকে সন্ত্রাসী হোসেন গঙ্গের নেতৃত্বে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। আহত কামরুজ্জামান কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক যশোর সদর হাসপাতালে রেফার করেন।রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেলে রেফার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা সোয়াইব হোসেন, যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আঃ হালিম,জেলা প্রচার সম্পাদক কামরুজজ্জামান,জেলাা ছাএ ও যুব বিষয়ক সম্পাদক জনাব গাজূী শহিদুল ইসলাম,জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক,জনাব আব্দুর রহিম,দ্বীনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দীন , ইমাম কাম অডিটর মাও ওবায়দুল্লাহ বাঁশীর সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।আহত কামরুজ্জামানের পরিবারকে সমবেদনা জানান এবং চিকিৎসা সহ সার্বিক সহযোগিতার পূর্ণ প্রতিশ্রুতি ও আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।