খুলনায় সৌন্দর্যবর্ধনের নামে রাস্তা সংকুচিত, প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
- আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
খুলনায় সৌন্দর্যবর্ধনের নামে রাস্তা সংকুচিত, প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে সৌন্দর্যবর্ধনের নামে সড়ক সংকুচিত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মহানগরীর ময়লাপোতা মোড়ে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা আগামী রোববারের মধ্যে উক্ত কাজের নকশা পরিবর্তনের আলটিমেটাম দিয়ে বলেছেন, অন্যথায় সোমবার খুলনা সিটি করপোরেশন ঘেরাও করা হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার বা কাদের স্বার্থে তথাকথিত নকশা প্রণয়ন করে জনসাধারণের এবং যানবাহন চলাচলের পথ বন্ধ করা হচ্ছে সেটি খুলনাবাসী জানতে চায়।
তারা বলেন, এক শ্রেণির আমলা বছরের পর বছর সময় ও অর্থ খরচ করে যে নকশা করেছেন তা নগরবাসীর কোনো উপকারতো আসবেই না, বরং তীব্র যানজট সৃষ্টি হবে। বিশেষ করে ভারী যানবাহনগুলো চলাচলে চরমভাবে বাধাগ্রস্ত হবে।
নাগরিক নেতা শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, নিরাপদ সড়ক চাই-নিসচা খুলনার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, অ্যাডভোকেট মেহেদী হাসান, ডা. জাকিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নাগরিক নেতা কাজী কামরুল ইসলাম কচি, শহীদুল ইসলাম, সাংবাদিক দেবব্রত রায়, বাপ্পী খান, মো. জাহিদুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, উজ্জ্বল রহমান, ইমরান হোনে, এম এ সাদী, সাগর সরকার প্রমুখ।
বক্তারা আরও বলেন, খুলনা সিটি করপোরেশন সম্প্রতি নগরীর ২২টি মোড়ের সৌন্দর্যবর্ধনের যে কার্যক্রম হাতে নিয়েছে তা বাস্তবায়ন হলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রমাণ সম্প্রতি ময়লাপোতা দৃশ্যমান হচ্ছে। ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদের সামনে ও পেছনের বেশকিছু রাস্তা বন্ধ করে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নাগরিকদের দৃষ্টিতে আসে। এজন্য বক্তারা অবিলম্বে উক্ত নকশা পরিবর্তনের দাবি জানান।
এদিকে একই দাবিতে আগামী শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ময়লাপোতা মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এবং শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই-নিসচার মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।