ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
(২২ নভেম্বর ২০২৪ ইং) শুক্রবার বিকাল ৩ টায় খুলনা ডুমুরিয়ার শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগার আন্দুলিয়ার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহপুর আই এল এস টি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা, আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আকুঞ্জি মুহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।
অনুষ্ঠানটি তানভীর সৌরভের সঞ্চালনায় আলোকিত অতিথি হিসাবে প্রধান আলোচকের বক্তব্য দেন ব্যাক ইন মোশন: আমেরিকান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ঢাকা এবং চিফ মেডিকেল কনসালটেন্ট ডাঃ মো: আবদুল্লাহ ইউসুফ। প্রধান আলোচক তার বক্তব্যে “জীবনের লক্ষ্য অর্জনের পথে অন্তরায়” শীর্ষক আলোচনায় জীবনের লক্ষ্য অর্জনে ভাবনা, বিশ্বাস, পরিকল্পিত পরিশ্রম এবং লেগে থাকার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পিসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মামুন কাদের, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের জেষ্ঠ্য প্রভাষক অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শওকত মোল্ল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগার আন্দুলিয়ার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মামুন আল রশিদ, এফ এম নাহিদ আছান, নাদিয়া, মালিহা, নীলা সহ এলাকার প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।