মাদ্রাসার অসহায় এতিম ছাত্রদের খাবার ও পোশাক দিলেন নাফিসা আনজুম
- আপডেট সময় : ১২:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
মাদ্রাসার অসহায় এতিম ছাত্রদের খাবার ও পোশাক দিলেন নাফিসা আনজুম
আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি হাফিজিয়া ও এতিম খানার ছাত্রদের জন্য ১৫ দিনের যাবতীয় বাজার এবং শীতের পোশাক দিলেন নাফিসা আনজুম খান। আর্থিক সমস্যার কারণে এতিমখানার ছাত্ররা ঠিকমতো খেতে পারছে না এমন একটি ফেইসবুক পোস্ট করেন শ্যামলাগাছি এতিমখানার পরিচালক মিজানুর রহমান। পোস্টটি নাফিসা আনজুম খান (একজন বাংলাদেশ) এর নজরে আসলে তিনি এই বিষয়ে ফেসবুকে সহযোগিতার জন্য পোস্ট করেন। নাফিস আনজুম খান এর পোস্ট দেখে কয়েকজন বিত্তবান সহযোগিতা করেন।
নাফিসা আনজুম ঢাকা থেকে সরাসরি যশোর শার্শা শ্যামলাগাছি এতিমখানায় আসেন এবং এতিম অসহায় বাচ্চাদের খাওয়ার জন্য পনেরো দিনের বাজার এবং ২৩ জন এতিম ছাত্রদের শীতের পোশাকের ব্যবস্থা করে দেন। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন শুধু শ্যামলাগাছি এতিমখানায় না আমি নিজের সামার্থ অনুযায়ী এবং বিত্তবানদের সহযোগিতা নিয়ে দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা নির্মাণ টিউবওয়েল স্থাপন করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই কাজ গুলো করে যাব মৃত্যুর আগ পর্যন্ত। নাফিসা বলেন আল্লাহ পাক পরকালে কার কোন উছিলায় মাফ করবেন জানা নেই, আমি গোনাহগার আমার এই মসজিদ মাদ্রাসা ও এতিম ছাত্রদের সহযোগিতার উছিলায় আমাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দান করতে পারেন এই বিশ্বাস নিয়ে কাজ গুলো করা।