তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১
- আপডেট সময় : ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত_১
মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়নে বিএনপির একই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে হাসান ফকিরের নেতৃত্বে মতি ওরফে কলা মতি নামে এক ব্যাক্তিকে হাতুড়ি দিয়ে মারাত্মক ভাবে যখম করেছে। মুটোফোনে মতিনের ছেলে ডাক্তার শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সকলে মনিরামপুর উপজেলা বিএনপির মুছা গ্রুপের লোক। ইতিপূর্বে একটা তুচ্ছ ঘয়টনায় হাসানের সাথে আমাদের গন্ডগোল হইলে সেটা স্থানীয়ভাবে আপোষ মিমাংসা হয়, কিন্তু সেই গন্ডগোল পুষে রেখে আজ সকাল আনুমানিক ৮টার সময় হাসান ফকিরের বাড়ির পাশে এইহাসানের নির্দেশেই একদল সন্ত্রাসী মতিনকে এলোপাতাড়ি ভাবে হাতুড়ি এবং বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর করে। পরবর্তীতে আমি সংবাদ পেয়ে মতিনের ছেলে ডাক্তার শাহিন সরেজমিনে এসে মতিনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা কমপ্লেক্স হসপিটালে ভর্তি করে, রুগীর অবস্থা অসংখ্যজনক। এই নিউজ লেখা পর্যন্ত কোনো মামলা হয় নাই, তবে ডাক্তার শাহিন বলেন আমরা রুগীকে একটু সুস্থ করে থানায় মামলা করবে বলে মিডিয়াকে জানান।