আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান, মুজিব আমাদের আদর্শ মার্কা আমাদের নৌকা।
- আপডেট সময় : ০২:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
মোঃ আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার।।
জামালপুর- ০৩ আসনের মাদারগঞ্জ উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের নবগঠিত সংগঠন বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মাদারগঞ্জ উপজেলা কমান্ড কমিটির সভাপতি গোলাম জাকারিয়া। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর উদ্যোগে নৌকা মার্কায় প্রচার প্রচারণা অগ্ৰণী ভূমিকা পালন করে যাচ্ছে।
সরেজমিনে দেখা যাচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক এর পক্ষে প্রচারনায়, মাদারগঞ্জ পৌরসভা, ১নং চরপাকেরহদ ৬ নং আদারভিটা ও ৭ নং সিধুলি ইউনিয়নের মুক্তি যোদ্ধা পরিবারের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনায় বীর মুক্তি যোদ্ধা সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড ইতোমধ্যই অগ্রণী ভুমিকায় রয়েছে।এই নির্বাচনী প্রচারণার সময় ৬নং আদারভিটা ইউনিয়ন এর সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ,বীর মুক্তি যোদ্ধা আবু বকর সিদ্দিক , মুক্তি যোদ্ধা সন্তান মির্জা আজম বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, মো: তৌফিকুল ইসলাম ঝংকার, মো: সাখাওত হোসেন প্রমুখ মতবিনিময় করেন। প্রতিটি বীরমুক্তিযোদ্ধা পরিবারের সকলের সাথে দেখা সাক্ষাৎ ও নৌকার ভোট প্রার্থনা করেন।
এই বিষয়ে সভাপতি প্রভাষক গোলাম জাকারিয়া সাক্ষাৎকারে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বোচ্চ সফল বাস্তবায়ন ও মুল্যায়ন করতে আমাদের সংগঠনের কার্যক্রমের মাধ্যমে সর্বদা সক্রিয় করার চেষ্টা করছি। মুক্তি যুদ্ধের স্বপক্ষীয় একমাত্র শক্তিকে সহায়তা করতে আমরা বদ্ধপরিকর। মাদারগঞ্জ উপজেলায় যতগুলো মুক্তিযোদ্ধা পরিবার আছেন তাদের সাথে পরামর্শক্রমে আমরা নৌকার বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন যে, আমাদের সংগঠনের কাজ সারা বাংলাতে প্রতিটি উপজেলা ভিত্তিক একটি করে মুক্তিযুদ্ধার সন্তান সংসদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় করছি।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।