বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জমিয়ত ও উলামায়ে কেরামের অবদানকে জাতীয় ভাবে স্বীকৃতি দিতে হবে – মুফতী কামরুজ্জামান কাসেমী
- আপডেট সময় : ০৮:২৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জমিয়ত ও উলামায়ে কেরামের অবদানকে জাতীয় ভাবে স্বীকৃতি দিতে হবে – মুফতী কামরুজ্জামান কাসেমী
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আযয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল মাওলানা উবায়দুল্লাহ এর সভাপতিত্বে ও তালহা বিন রশিদ এবং বি এম মাহফুজ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের এর সিনিয়র সহ-সভাপতি মুফতী কামরুজ্জামান কাসেমী, তিনি তার বক্তব্যে স্বাধীনতার দীর্ঘ ইতিহাস তুলে ধরে অন্তর্বতীকালীন সরকারের কাছে আহ্বান করেন: বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জমিয়ত এবং উলামায়ে কেরামের অবদান কে স্বীকার করতে হবে এবং তার প্রকৃত ইতিহাস কে জাতির সামনে উপস্থাপন করতে হবে।ইসলামী দলসমূহের মধ্যে জমিয়ত একমাত্র দল যাঁরা সাংগঠনিকভাবে রেজুলেশন করে স্বাধীনতার জন্য অগ্রনী ভূমিকা পালন করে।
পরিশেষে বলেন: স্বাধীনতার মর্যাদা ও ঐতিহ্য বজায় রাখতে উলামায়ে কেরামের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আগামীদিনে মণিরামপুর বাসীর আস্থার প্রতীক গণমানুষের নেতা মাওলানা রশীদ বিন ওয়াকক্াস কে বিজয়ী করে মণিরামপুর উপজেলা কে একটি রোল মডেল উপজেলা হিসাবে গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুফতী আবু বকর সিদ্দিক যশোরী তিনি বলেন গত ১৬ বছর ধরে স্বাধীনতার ভুল ইতিহাস জাতির সামনে উপস্থাপন করেছে সদ্য বিতাড়িত ফ্যাসিস্ট সরকার , অন্তর্র্বতী কালিন সরকারকে বলবো অনতিবিলম্বে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরেন
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম তিনি বলেন দেশ স্বাধীন ৭১ সালে হলেও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করার মাধ্যমে
এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা হাসান আল মামুন ,উপজেলা জমিয়তের অন্যতম সদস্য মুফতী মাহমুদ হাসান ,মাদানীনগর শাখার সভাপতি মাওলানা বরকতুল ইসলাম ,ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ছাত্র নেতা এস এম মারুফ ,মারুফ খান ,জয়নাল আবেদীন ,মনিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হাফেজ রায়হান ,জিহাদুল ইসলাম ,আরাফাত হুসাইন ,মুস্তফিজুর রহমান প্রমুখ